হোম > বিশ্ব > ভারত

লন্ডনে একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলীয় যুবকের হাতে ভারতীয় ছাত্রী খুন

যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ২৭ বছর বয়সী তেজস্বিনী ভারতের হায়দরাবাদ থেকে এক বছরেরও বেশি সময় আগে উচ্চশিক্ষার জন্য সেখানে যান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়েম্বলি এলাকায় একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলিয়ান এক যুবক তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার আগে কোনো একসময় হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিষয়ে লন্ডন পুলিশ জানিয়েছে, বেশ কয়েকবার ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে আহত ২৮ বছর বয়সী আরও এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার আঘাত গুরুতর নয় বলে জানান চিকিৎসকেরা। 

ভারতের হায়দরাবাদে বসবাস করা তেজস্বিনীর চাচাতো ভাই বিজয় জানান, মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য গত বছরের মার্চে লন্ডনে যান তেজস্বিনী। এক সপ্তাহেরও কম সময় আগে বন্ধুদের নিয়ে ব্রাজিলের ওই যুবকের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগি করে থাকা শুরু করেন।

লন্ডন পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৪ বছর বয়সী পুরুষ ও ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ২৩ বছর বয়সী আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি