হোম > বিশ্ব > ভারত

গভীর রাতে ভারতের দিল্লি কাঁপাল চাঁদাবাজেরা

অনলাইন ডেস্ক

গভীর রাত তখন। ভারতের পূর্ব দিল্লির সীমাপুরিতে অবস্থিত একটি নৈশক্লাবের ওপর চড়াও হন অস্ত্রধারী তিন ব্যক্তি। ক্লাবের মালিককে হুমকি দেওয়া ছাড়াও তাঁরা চাঁদা দাবি করেন। এ সময় তাঁরা মুহুর্মুহু পিস্তলের গুলি চালিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করেন। একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শাহরুখ। ঘটনাস্থলের কাছাকাছি গাজিয়াবাদ এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্ত অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ওই দুজনকে শনাক্তও করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লাবের সামনেই হামলাকারীদের মধ্যে দুজন তাঁদের অস্ত্র নিয়ে ক্লাবের বাউন্সারদের উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন। এক নারীসহ তিন বাউন্সারকে তাঁরা হাঁটু গেড়ে বসার নির্দেশ দেন। একজন বলেন, ‘উঠে দাঁড়ালেই তোমাদের মাথায় গুলি করব।’

আরও দেখা যায়, বাউন্সাররা হাঁটু গেড়ে বসার পর অস্ত্রধারী দুজন ক্লাবের ভেতরে প্রবেশ করেন এবং সম্ভবত মালিককে না পেয়ে পরক্ষণেই তাঁরা আবার বেরিয়ে আসেন। এ সময় তাঁরা ক্ষুব্ধ হয়ে নির্বিচারে গুলি ও গালাগালি শুরু করেন। তবে তাঁদের ছোড়া সব গুলিই ফাঁকা গুলি ছিল।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন