হোম > বিশ্ব > ভারত

গভীর রাতে ভারতের দিল্লি কাঁপাল চাঁদাবাজেরা

গভীর রাত তখন। ভারতের পূর্ব দিল্লির সীমাপুরিতে অবস্থিত একটি নৈশক্লাবের ওপর চড়াও হন অস্ত্রধারী তিন ব্যক্তি। ক্লাবের মালিককে হুমকি দেওয়া ছাড়াও তাঁরা চাঁদা দাবি করেন। এ সময় তাঁরা মুহুর্মুহু পিস্তলের গুলি চালিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করেন। একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শাহরুখ। ঘটনাস্থলের কাছাকাছি গাজিয়াবাদ এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্ত অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ওই দুজনকে শনাক্তও করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লাবের সামনেই হামলাকারীদের মধ্যে দুজন তাঁদের অস্ত্র নিয়ে ক্লাবের বাউন্সারদের উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন। এক নারীসহ তিন বাউন্সারকে তাঁরা হাঁটু গেড়ে বসার নির্দেশ দেন। একজন বলেন, ‘উঠে দাঁড়ালেই তোমাদের মাথায় গুলি করব।’

আরও দেখা যায়, বাউন্সাররা হাঁটু গেড়ে বসার পর অস্ত্রধারী দুজন ক্লাবের ভেতরে প্রবেশ করেন এবং সম্ভবত মালিককে না পেয়ে পরক্ষণেই তাঁরা আবার বেরিয়ে আসেন। এ সময় তাঁরা ক্ষুব্ধ হয়ে নির্বিচারে গুলি ও গালাগালি শুরু করেন। তবে তাঁদের ছোড়া সব গুলিই ফাঁকা গুলি ছিল।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি