হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে ৪ জনকে গুলি করে হত্যা, ৫ জেলায় কারফিউ

ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’

এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি