হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে আরও এক বিদেশির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লিতে আরও এক বিদেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার (৩ আগস্ট) এক আফ্রিকান নাগরিকের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে গত তিন দিনে ভাইরাসটিতে সংক্রমিত তিনজন আফ্রিকার নাগরিকের সন্ধান পাওয়া গেল দিল্লিতে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নতুন আক্রান্ত ৩১ বছর বয়সী একজন নারী। তাঁর দেহে ফোস্কা, জ্বরসহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে। দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সম্প্রতি তিনি বিদেশ সফরে ছিলেন কি না, তা জানা সম্ভব হয়নি। 

এর আগে মঙ্গলবার দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আরেক আফ্রিকান নারীর সন্ধান পাওয়া গিয়েছিল। আর সোমবার আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। 

ভারতে এখন পর্যন্ত ৯ জন মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে পাঁচজন কেরালার ও চারজন দিল্লির। মাঙ্কিপক্সে মৃত্যুর সাক্ষীও হয়েছে ভারত। কেরালার ত্রিশূরের পুন্নিয়ুরের ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসে। সংযুক্ত আরব আমিরাতে থাকাকালীন ভাইরাসে আক্রান্ত হন তিনি। কেরালায় আসার আগে করা স্বাস্থ্য পরীক্ষায় তাঁর মাঙ্কিপক্স ধরা পড়ে। তবে রিপোর্ট পাওয়ার আগে দেশে চলে আসেন তিনি। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়ে বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধের সুযোগ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন