অনলাইন ডেস্ক
ভারতের পূর্ব দিল্লিতে একজন স্থানীয় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নিহত বিজেপি নেতার নাম জিতু চৌধুরী। তাঁর বয়স ৪২।
ময়ূর বিহারে বিজেপি নেতার রক্তাক্ত দেহ দেখতে পান একজন পুলিশ কনস্টেবল। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিহতের শরীরে গুলির জখম ছিল।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।