ভারতের আসাম রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে রাজ্যের ১২ জেলার ৪৩ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ রাজ্যবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। আর মারা গেছেন ১১ জন।
এদিকে ডেঙ্গু-করোনার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়েও দুর্ভোগে রয়েছেন আসাম রাজ্যের বাসিন্দারা। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১২টি জেলার ৪৫৭টি গ্রাম এখনো বন্যা কবলিত। যদিও গত দুদিনের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত দুদিন আগেও রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২২টি জেলা বন্যা কবলিত ছিল। ব্রহ্মপুত্রের পানি এখন বিপদ সীমার নিচ দিয়ে বইছে। সাতটি শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছেন ৭১৮ জন।
বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। অমাবস্যার কোটালে দীঘায় ৩০ ফুটেরও বেশি ঢেউ গার্ডওয়াল ডিঙিয়ে শহরে আছড়ে পড়েছে। সমুদ্রের নোনা পানি ঢুকে পড়েছে শহরে।