হোম > বিশ্ব > ভারত

অমিতাভের কাছে কিছু টাকা চেয়েছিলেন রতন টাটা

অনলাইন ডেস্ক    

ভারতীয় শিল্পপতি রতন টাটার সঙ্গে অমিতাভ বচ্চন। ছবি: এনডিটিভি

গত ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী ও জনহিতৈষী শিল্পপতি রতন টাটা। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া কিছু মর্মস্পর্শী ঘটনা শেয়ার করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।

মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের ১৬ তম মৌসুমের একটি এপিসোডে এবার অতিথি হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান এবং অভিনেতা বোমান ইরানি। অনুষ্ঠানের একপর্যায়ে স্বভাবসুলভ ভঙ্গিতে অমিতাভ তাঁদের সঙ্গে নানা কথোপকথনে মেতে ওঠেন। এ সময় তিনি প্রয়াত রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনারও স্মৃতিচারণ করেন।

অমিতাভ জানান, তিনি এবং রতন টাটা একবার লন্ডনের একটি ফ্লাইটে ছিলেন। বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর প্রয়াত বিলিয়নিয়ার বুঝতে পারেন, তিনি তাঁর সহযোগীদের খুঁজে পাচ্ছেন না। এ অবস্থায় তাঁদের খোঁজ করতে তিনি একটি ফোন বুথে ঢুকে পড়েছিলেন।

অমিতাভ বচ্চন বলেন, ‘আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন। আমার কাছে এলেন এবং আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি বলেছিলেন—অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নাই!’

রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া আরও একটি ঘটনার স্মৃতিচারণা করেন অমিতাভ বচ্চন। সেবার একটি অনুষ্ঠানে টাটার বিনয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভের বন্ধুরা। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে অমিতাভ জানান, তাঁর এক বন্ধুকে টাটা অনুরোধ করেছিলেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টাটার এমন অনুরোধে অবাক না হয়ে পারেনি অমিতাভের সেই বন্ধুটি। বলিউড কিংবদন্তি বলেন, ‘রতন টাটা আমার বন্ধুকে বললেন—আপনি কি আমাকে বাড়িতে নামিয়ে দিতে পারবেন? আপনার বাড়ির ঠিক পেছনেই আমি থাকি।’

অমিতাভ আবারও বলেন, “রতন টাটা বলছেন, ‘আমার গাড়ি নেই’—আপনি কি এটা ভাবতে পারছেন? এটা অবিশ্বাস্য! ”

রতন টাটার সঙ্গে অমিতাভ বচ্চনের পেশাগত সম্পর্কও ছিল। টাটার প্রযোজনা সংস্থা টাটা ইনফোমিডিয়া লিমিটেড অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘আয়েতবারে’ অর্থায়ন করেছিল। যদিও সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া পায়নি। এই সিনেমায় টাটা গ্রুপের প্রায় সাড়ে তিন কোটি রুপি লোকসান হয়েছিল।

রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করা প্রথম ব্যক্তিদের একজন ছিলেন অমিতাভ বচ্চন। এক্স মাধ্যমে এক পোস্টে টাটার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। টাটার সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘একজন অত্যন্ত সম্মানিত, নম্র অথচ অপরিসীম দূরদৃষ্টি ও সংকল্পের দূরদর্শী নেতা। যৌথভাবে বেশ কয়েকটি প্রচারাভিযানের সময় তাঁর সঙ্গে কিছু দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। প্রার্থনা রইল।’

গত ১১ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত রতন টাটার শেষকৃত্যানুষ্ঠানে শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অমিত শাহ এবং মুকেশ আম্বানি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন