Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১ ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪ 

কলকাতা সংবাদদাতা

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১ ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪ 

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে। 

ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 

এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। 

জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল। 

এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র