হোম > বিশ্ব > ভারত

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১ ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪ 

কলকাতা সংবাদদাতা

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে। 

ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 

এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। 

জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল। 

এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি