Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

অভিষেককে জেরা করতে পারবে সিবিআই: হাইকোর্ট

ডয়চে ভেলে

অভিষেককে জেরা করতে পারবে সিবিআই: হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। সিবিআই তাঁকে জেরা করতে পারবে। সুপ্রিম কোর্টে আবেদনের পর বিচারপতি বদল করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। তাঁরা জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন তা স্থগিত থাকবে। হাইকোর্টের প্রধান বিচারপতি অন্য কোনো বিচারপতির হাতে এই মামলা দেবেন। এরপর মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে।

কিন্তু বিচারপতি সিনহা যে রায় দিয়েছেন, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বেড়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে বিচারপতি সিনহা বলেছেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সেই সঙ্গে অভিষেক ও কুন্তল দুজনকেই ২৫ লাখ টাকা করে জরিমানাও দিতে হবে।

কেন জরিমানা? 
প্রথমে কুন্তল অভিযোগ করেন, অভিষেকের নাম জড়ানোর জন্য সিবিআই তাঁকে চাপ দিচ্ছে। এর ২৪ ঘণ্টা আগে অভিষেক একটি জনসভায় বলেছিলেন, মদন মিত্র, কুণাল ঘোষকে সিবিআই চাপ দিয়েছিল তাঁর নাম জড়ানোর জন্য। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেছিলেন, দুটি ঘটনা কাকতালীয় হতে পারে না। তাই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই। 

বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, এই অভিযোগের কোনো সারবত্তা পাওয়া যায়নি। তাই দুজনকেই ২৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। 

রায়ে কী বলা হয়েছে?
বিচারপতি সিনহা জানিয়েছেন, সিবিআই ও ইডি তদন্ত চালিয়ে যাবে। তাঁরা ৯ জুন আদালতকে রিপোর্ট দেবে। 

এর আগে বিচারপতি জানিয়েছিলেন, কেউই আইনের ওপরে নয়। তাহলে জেরার মুখোমুখি হতে অভিষেকের অসুবিধা কোথায়? 

অভিষেকের বক্তব্য
এই রায়ের পর অভিষেক জানিয়েছেন, বিচারপতি যা রায় দেওয়ার দিয়েছেন। তদন্তের স্বার্থে যদি তাঁকে ডাকা হয়, তাহলে তিনি নবজোয়ার যাত্রা থামিয়ে সিবিআইয়ের কাছে যাবেন। 

পাশাপাশি তিনি বলেছেন, বৃহত্তর বেঞ্চে বা উচ্চ আদালতে যাওয়ার পথও খোলা আছে। 

অভিষেকের আইনজীবী ইতিমধ্যে এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন।

রাশিয়ার টি-৭২ ট্যাংকের ইঞ্জিন কিনছে ভারত, ব্যয় ২১০০ কোটি রুপি

বাংলাদেশি পর্যটক ছাড়া প্রথম রমজান কলকাতার মিনি বাংলায়, বিক্রি নেমেছে অর্ধেকে

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বাংলাদেশও ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী