হোম > বিশ্ব > ভারত

ভারতের ফৌজদারি কার্যবিধি সংশোধন, সন্ত্রাসবাদে যুক্ত হলো জাল নোট

ফৌজদারি কার্যবিধির সন্ত্রাসী আইনের সংজ্ঞা সংশোধন করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির অর্থনৈতিক নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ জাল মুদ্রা ছড়ানোকেও সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার এই আইন পাস করা হয়। খবর এনডিটিভির।

সংশোধিত আইনে আরও রয়েছে, অপহরণ, কাউকে শারিরীকভাবে আহত করা বা কোনো সরকারি কর্মকর্তাকে হত্যা। এগুলো ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রস্তাবিত খসড়ায় রয়েছে, যা বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনকারী তিনটি বিলের মধ্যে একটি।

গত আগস্টে সংসদে প্রথম বিএনএস সহ অন্য দুটি বিল—ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম পেশ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটির কাছেও পাঠানো হয়। কমিটির সুপারিশ যুক্ত করতে চলতি সপ্তাহের শুরুতে বিলগুলো প্রত্যাহার করা হয়।

তিনটিরই সংশোধিত সংস্করণ মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় পেশ করা হয়।

বিএনএসের ১১৩ ধারা অনুসারে, ভারতের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে যারা জাল রুপি তৈরি, চোরাচালান বা প্রচলনের মাধ্যমে হুমকি দেয় বা হুমকি দিতে পারে—তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

কেউ সন্ত্রাসী কাজের জড়িত প্রমাণিত বা দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা এমন কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে, প্ররোচনা দেয়, প্ররোচিত করার চেষ্টা করে বা জেনেশুনে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে তাঁদের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 

নারীর প্রতি নিষ্ঠুরতার সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণও সংশোধন করা হয়েছে। এই সংশোধন খানিকটা বিএনএসের আগের ৮৫ ধারার পুনরাবৃত্তি। এই ধারা অনুযায়ী, স্ত্রীকে নির্যাতনের ঘটনা প্রমাণ হলে স্বামী বা তাঁর পরিবারের সদস্যদের তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

বিএনএসে আগে অবশ্য নারীর প্রতি ‘নিষ্ঠুর আচরণের’ বিষয়টি সংজ্ঞায়িত ছিল না। তবে এবার এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, নারীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ও সমগুরুত্ত্বের। 

কমিটি বিএনএসের আওতায় পরকীয়াকে বহাল রাখা জন্য সুপারিশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এ সুপারিশ বাতিল করে দিয়ে বলেছিল, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক, লিঙ্গের সেকেলে ধারণাকে জিইয়ে রাখে এবং নারীর মর্যাদাকে হ্রাস করে। 

একই বছর আদালত সম্মতিপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামীতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি