হোম > বিশ্ব > ভারত

প্রেমের টানে ভারতে আসা সেই পাকিস্তানি নারীকে এবার আদালতে তলব

অনলাইন ডেস্ক

প্রেমিকের সঙ্গে থাকার জন্য স্বামীকে ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানি নারী সীমা হায়দার। তাঁকে ভারতের নয়ডার এক পারিবারিক আদালতে ডেকে পাঠানো হয়েছে। গত বছর মে মাসে চার সন্তানসহ অবৈধভাবে ভারতে প্রবেশের আগে তিনি পাকিস্তানে গোলাম হায়দার নামে এক ব্যক্তির স্ত্রী ছিলেন।

মোবাইল গেম পাবজি খেলার সময় সীমার সঙ্গে ভারতীয় শচীন মিনার পরিচয় হয়। তাঁদের দাবি, এর আগে কাঠমাণ্ডুতে দেখা করতে গিয়ে বিয়ে করেন তাঁরা।

করাচির বাসিন্দা গোলাম হায়দার ভারতীয় আইনজীবীর সহায়তায় শচীন মিনার সঙ্গে সীমার বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে নয়ডায় পারিবারিক আদালতে মামলা করেন। গত মাসেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন তাঁরা।

মামলায় সন্তানদের ধর্ম পরিবর্তনকেও চ্যালেঞ্জ করেছেন গোলাম হায়দার। তাঁর আইনজীবী মোমিন মালিকের দাবি, গোলাম হায়দারের সঙ্গে সীমার বিবাহবিচ্ছেদ হয়নি, তাই শচীনের সঙ্গে তাঁর বিয়ে বৈধ নয়।

আগামী ২৭ মে সীমাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে চার সন্তানের অভিভাবকত্ব পেতে পাকিস্তানের শীর্ষ আইনজীবী ও মানবাধিকারকর্মী আনসার বার্নির কাছে আইনি সহায়তা চেয়েছিলেন গোলাম হায়দার। এরপর বার্নি আলী মোমিনকে ভারতের আদালতে নিয়োগ দেন এবং আইনি কার্যক্রম শুরু করার জন্য তাঁকে পাওয়ার অব অ্যাটর্নি পাঠান।

সীমা হায়দার সংযুক্ত আরব আমিরাত ও নেপাল হয়ে ভারতে আসার সময় তাঁর প্রথম স্বামী সৌদি আরবে ছিলেন।

এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমা বলেন, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি পাকিস্তানে ফেরত যেতে অস্বীকৃতি জানান। তাঁর সন্তানও হিন্দুধর্ম গ্রহণ করেছে বলে জানান তিনি।

বার্নি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ধর্মান্তর নিষিদ্ধ।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন