ভারতের উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বাঘের থাবা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকজন পর্যটক। গাড়িতে করে সাফারি পার্কে ঘোরার সময় বাঘ তেড়ে আসে। তবে এ সময় কোনো বিপদ ঘটেনি। তবে বাঘ তেড়ে আসার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাফারি পার্কে গাড়িতে করে ঘোরার সময় পর্যটকদের তাড়া করে বাঘ। ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়েন তাঁরা। গাড়ির ভেতর থেকেই পুরো ঘটনাটি ভিডিও করেন এক পর্যটক।
ভিডিও শেয়ার করে সেটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, বাঘ বিরক্ত হয়েছিল। এখন প্রত্যেক ঘণ্টায় যদি আপনার বাড়িতে কেউ ঢুকে পড়ে, তাহলে কী করবেন?