জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’
ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।
উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।