হোম > বিশ্ব > ভারত

মন্ত্রীর চড় খেয়ে হুড়মুড় করে প্রণাম করলেন নারী, ভিডিও ভাইরাল

জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।

এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’ 

প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির ওই মন্ত্রী নিরীহ নারীকে চড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে নারীদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের নারীদের সুরক্ষা দিচ্ছেন?’

ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।

উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি