অনলাইন ডেস্ক
পৌরসভার স্থায়ী কমিটির ভোটকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে কমলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লি পৌরসভার স্থায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয় পৌরভবনে। হাতাহাতিতে জড়ান আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলররা। এএপি নেত্রী সদ্য নির্বাচিত মেয়র শেলি ওবেরয়কে মারধরের অভিযোগ ওঠে।
এক সংবাদ সম্মেলনে মেয়র শেলি ওবেরয় বলেন, বিজেপির কয়েকজন সদস্য তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। তাঁর সহকর্মী আশু ঠাকুরের ওপরও আরেকজন কাউন্সিলর হামলা চালিয়েছেন।
এর আগে একটি ভোট বাতিল করে পৌরসভার অধিবেশন মুলতবি করেন মেয়র। একই সঙ্গে আগামী সোমবার মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হবে বলে ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, একাধিকবার বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বুধবার দিল্লি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে মেয়র হন এএপি’র শেলি ওবেরয়। ডেপুটি মেয়রও নির্বাচিত হয়েছেন দলটি থেকে। এর মধ্য দিয়ে ১৫ বছর পর এই পৌরসভা হাতছাড়া হয়েছে ক্ষমতাসীন বিজেপির।