হোম > বিশ্ব > ভারত

সরকারি অতিথিশালার সামনে অচেতন রক্তাক্ত কিশোরী, ভিডিও করায় ব্যস্ত মানুষ

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশে সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে দেখা যায় ১৩ বছরের এক কিশোরীকে। এমন করুণ দৃশ্য দেখেও স্থানীয় মানুষজন তাকে সাহায্যের বদলে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে ছবি তুলতে। তবে সেই কিশোরী কীভাবে সেখানে এসেছে কিংবা কীভাবে রক্তাক্ত হয়েছে তা জানা যায়নি এখনো।

ঘটনা উত্তর প্রদেশের কনৌজের। কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের মানুষজন তাকে সাহায্য না করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডে ব্যস্ত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ছুটে আসেন নিকটবর্তী পুলিশ স্টেশনের এক সদস্য। তিনিই ওই কিশোরীকে কোলে করে নিয়ে যান হাসপাতালে।

এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে—ওই কিশোরী এক ব্যক্তির হাত ধরে হাঁটছেন। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। গত রোববার ওই কিশোরীকে কনৌজের ওই সরকারি অতিথিশালার সামনে অচেতন ও দেখতে পান স্থানীয়রা।

উত্তর প্রদেশের কনৌজের এমনই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার কোঁয়ার অনুপম সিং। তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে। কিশোরী কীভাবে রক্তাক্ত হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরী ধর্ষণের শিকার। তবে তার ডাক্তারি পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। 

উত্তর প্রদেশ সম্পর্কিত আরও পড়ুন:

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি