হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন মোদি, দেননি ‘গুড উইল’ বার্তা 

অনলাইন ডেস্ক

অনেক বছর ধরেই ভারত-পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। একপর্যায়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে এবার সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে দিল্লিতে ফিরেছেন নরেন্দ্র মোদি।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (পিসিসিএ) বরাতে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন। সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে মোদিকে বহনকারী বিমান। ৪৬ মিনিট অবস্থানের পর বেলা ১১টা ১ মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান।

সূত্র জানায়, ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে।

বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে পাক মিডিয়ায়।  ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

প্রসঙ্গত, বালাকোট এয়ার স্ট্রাইকের পর, অর্থাৎ ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারির পর থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। যদিও এর দুই বছরের মাথায় ২০২১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মোদি। তখন তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় ইসলামাবাদ।

ওই সময় থেকেই ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এরপর থেকে সরাসরি উড়ানে আমেরিকা যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বাণিজ্যিক বিমানগুলো। যদিও সম্পর্কের তিক্ততা যে বিদ্যমান, তা সাম্প্রতিক ঘটনায় ফের টের পাওয়া গেল।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন