হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন মোদি, দেননি ‘গুড উইল’ বার্তা 

অনেক বছর ধরেই ভারত-পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। একপর্যায়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে এবার সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে দিল্লিতে ফিরেছেন নরেন্দ্র মোদি।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (পিসিসিএ) বরাতে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন। সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে মোদিকে বহনকারী বিমান। ৪৬ মিনিট অবস্থানের পর বেলা ১১টা ১ মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান।

সূত্র জানায়, ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে।

বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে পাক মিডিয়ায়।  ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

প্রসঙ্গত, বালাকোট এয়ার স্ট্রাইকের পর, অর্থাৎ ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারির পর থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। যদিও এর দুই বছরের মাথায় ২০২১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মোদি। তখন তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় ইসলামাবাদ।

ওই সময় থেকেই ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এরপর থেকে সরাসরি উড়ানে আমেরিকা যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বাণিজ্যিক বিমানগুলো। যদিও সম্পর্কের তিক্ততা যে বিদ্যমান, তা সাম্প্রতিক ঘটনায় ফের টের পাওয়া গেল।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি