হোম > বিশ্ব > ভারত

রায়বেরেলি রেখে ওয়েনাড ছাড়ছেন রাহুল, প্রিয়াঙ্কাকে সংসদে আনার তোড়জোড়

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে নির্বাচিত হয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তবে এবার তিনি ওয়েনাড আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই আসনেই উপনির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে ভারতের সংসদীয় রাজনীতিতে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। 

রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন। তাঁর সংসদীয় রাজনীতিতে আসা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা ছিল। এবার তার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, কংগ্রেস পার্টির একাংশের প্রস্তাব ছিল—এবারের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে যেন ভোটের লড়াইয়ে নামেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি। সম্প্রতি রায়বেরেলিতে রাহুল গান্ধীও বলেছিলেন, প্রিয়াঙ্কা যদি বারাণসীতে ভোটে দাঁড়াতেন, তাহলে নরেন্দ্র মোদি অন্তত ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হতেন। 

গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি রায়বেরেলি ও ওয়েনাডের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শিগগির জানতে পারবেন।’ 

শেষ পর্যন্ত জানা গেছে, ওয়েনাড ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। আর এই আসনে মূলত প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস পার্টি।

নতুন ভিসা নীতি, ফিকে হচ্ছে ভারতীয়দের ‘আমেরিকান ড্রিম’

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইউক্রেনের

পশ্চিমবঙ্গে ওয়াক্ফ আইন সংশোধনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, নিহত ৩

পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াক্ফ আইন কার্যকর করা হবে না: মমতা

ভারত ও নেপালে দুই দিনে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

কঙ্গনা রনৌত বিদ্যুৎ বিল দেন না, হিমাচলের মন্ত্রীর অভিযোগ

প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের গল্প, অস্ত্রোপচার করে শরীরে গুলি প্রবেশ করান নারী

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

দিল্লিতে বাংলাদেশি পাঁচ ট্রান্সজেন্ডার গ্রেপ্তার: কী বলছে পুলিশ

চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু মোদিজির কোনো কলঙ্ক নেই: কঙ্গনা রনৌত