Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ঐতিহাসিক মার্কিন সফরে রওনা হয়েছেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক মার্কিন সফরে রওনা হয়েছেন নরেন্দ্র মোদি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বহনকারী বিমানটি দিল্লি ছেড়েছে।  ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ারফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে একদল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার, অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথমবার দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

সফরের আগে নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই বিশেষ আমন্ত্রণ আমাদের গণতন্ত্রের মধ্যে অংশীদারত্বের শক্তি ও প্রাণশক্তির প্রতিফলন।’

মোদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সফর গণতন্ত্র, বৈচিত্র্য ও স্বাধীনতার যৌথ মূল্যবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়।’

এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি-বাইডেন। আলোচনায় টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগসংক্রান্ত কথাবার্তাও উঠে আসবে বলে জানান পররাষ্ট্রসচিব বিনয়মোহন কোয়াত্রা।

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা