Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, আসামে এনসেফালাইটিস 

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, আসামে এনসেফালাইটিস 

করোনাভাইরাস মহামারির পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী আরেক রাজ্যে আসামেও বাড়ছে জাপানি এনসেফালাইটিসের সংক্রমণ। সব মিলিয়ে ডেঙ্গু এবং এনসেফালাইটিসে নাকাল ভারতের এই দুই রাজ্য। 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, কলকাতায় গত ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। গত বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যুও হয় মশাবাহিত এই রোগে। অথচ এর আগের বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪৫৭। 

এদিকে, পশ্চিমবঙ্গের ডেঙ্গুর মতোই আসামে দাপট বেড়েছে জাপানি এনসেফেলাইটিসের। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এখনো আক্রান্ত হয়ে রয়েছেন ৩৪৭ জন। গত বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই এনসেফালাইটিসে মৃতের সংখ্যা ছিল ৪০ জন। 

এই দুই রাজ্যে ডেঙ্গু বা এনসেফেলাইটিস বেশ উদ্বেগ ছড়ালেও এর মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে কোভিড পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। এই সময়ে মারা গেছেন অন্তত ২ জন। একই সময়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১৬৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। 

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের