Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

লোকসভা নির্বাচনে বিজেপি ২৩০টির বেশি আসন পাবে না: কেজরিওয়াল 

লোকসভা নির্বাচনে বিজেপি ২৩০টির বেশি আসন পাবে না: কেজরিওয়াল 

ভারতে চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ২৩০টির বেশি আসন পাবে না। গতকাল শনিবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নিজ দল আম আদমি পার্টির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে এবং আম আদমি পার্টি সেই সরকারের অংশ হবে মন্তব্য করে কেজরিওয়াল বলেন, ‘কারামুক্ত হওয়ার পরবর্তী ২০ ঘণ্টায় আমি নির্বাচন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং আমি জানতে পেরেছি যে, বিজেপি সরকার গঠন করতে পারবে না।’ 

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে বিজেপির লোকসভা আসন কমবে। কোনো রাজ্যেই তাদের আসন বাড়বে না। তিনি আরও বলেন, ‘এটা আমার বিশ্লেষণ; এমনকি রাজনৈতিক বিশ্লেষকেরাও বলছেন, বিজেপি ২২০ থেকে ২৩০টির বেশি আসন পাবে না। আগামী ৪ জুন মোদির সরকার গঠন হতে যাচ্ছে না।’ 

সংবাদ সম্মেলনে কেজরিওয়াল প্রতিশ্রুতি দেন যে, ইন্ডিয়া জোট সরকার গঠন করলে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। এ সময় তিনি দেশবাসীকে ‘একনায়কতন্ত্র’ প্রতিরোধের আহ্বান জানান। দিল্লির এই মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন। তিনি সব বিরোধী নেতাকে জেলে পাঠাবেন।’ 

সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার পর গত শুক্রবার রাজধানীর নয়াদিল্লির তিহার কারাগার থেকে মুক্তি পান কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, ‘আমি আমার দেশকে বাঁচাতে ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইতে এসেছি। এই একনায়কতন্ত্র থেকে আমার দেশকে বাঁচান।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে দেশে গণতন্ত্র আছে কি না।’ 

নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠিত বিরোধী জোটের অন্যতম নেতা কেজরিওয়াল। দেড় মাসের বেশি সময় কারাবাসের পর শুক্রবার জাতীয় নির্বাচনের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। ফৌজদারি তদন্তের অধীনে থাকা এই ব্লকের কয়েক নেতার মধ্যে কেজরিওয়াল একজন। এএপি তাঁর গ্রেপ্তারকে ভোটের আগে বিরোধীদের সরিয়ে দেওয়ার জন্য ক্ষমতাসীন বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করছে।

রাশিয়ার অস্ত্রের বাজার দখলের চেষ্টা করছে ভারত

ভারতীয় দীর্ঘ পথের ট্রেনযাত্রা নিয়ে ফরাসি ইউটিউবারের সতর্কবার্তা

আজকের দিনে তাজমহল তৈরি করতে খরচ কেমন হতো

হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন: সুপ্রিম কোর্ট

ভারতের মন্দিরে গোপনে তরুণীর পায়ের ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

উর্দু উদ্ভূত শব্দ ছাড়া হিন্দিতে কথোপকথনই সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

পরকীয়া জেনে ফেলায় কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ, প্রেমিকসহ মা গ্রেপ্তার

বিমানবন্দরের রানওয়ে দিয়ে শোভাযাত্রা, ফ্লাইট বন্ধ কয়েক ঘণ্টা