Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

করোনায় ভারতে ফের মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

করোনায় ভারতে ফের মৃত্যুর রেকর্ড

ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে  ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে এটি ভারতে করোনা রোগী মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গত একদিনে ভারতে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন করোনা করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত  দুই কোটি  ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫২৫ জনের।

ভারতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ভারতে ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি  জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার  মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা