হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

হায়দরাবাদ পুলিশের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের নিকটবর্তী এলাকা লাকড়ি কা পুল থেকে তাদের গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় হোটেল অক্ষয়ে অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী এক খদ্দেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ২০,২১ ও ২২ বছর বয়সী তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তাদের আদি নিবাস যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম ও হায়দরাবাদ।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক সেলিম মণ্ডল (৩৬) এবং তাঁর স্ত্রী মারিয়া ইমচেন হায়দরাবাদের নরসিংগির এলাকার একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকতেন এবং সেখানে থেকেই হোটেলের ১০৪ এবং ২০৪ নম্বর কামরা দেহব্যবসার একটি চক্র পরিচালনা করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নারী পাচারকারী নেটওয়ার্কের মূল হোতা সুমন কুমার গুরু ওরফে রবি কুমারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযানে অল্প পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাইফাবাদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন