হোম > বিশ্ব > ভারত

গুজরাটে এক কেজি লেবুর দাম ২০০ টাকার ওপরে

ভারতের গুজরাটে সরবরাহ কম থাকায় বেড়েছে লেবুর দাম। রাজ্যটিতে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২২৭ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একজন ক্রেতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘লেবুর কেজি ছিল ৫০ থেকে ৬০ রুপি। সেই লেবু এখন প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। আমাদের সবকিছুকে বাজেটের মধ্যে মানিয়ে নিতে হবে। কিন্তু দামের এই বৃদ্ধি আমাদের “রান্নাঘরের বাজেটে” প্রভাব ফেলছে। কবে দাম কমবে আমরা জানি না।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গরমে মানুষ তাদের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করতে পছন্দ করে। কারণ এটি ভিটামিন সি-র একটি সমৃদ্ধ উৎস। আর এটি পানিশূন্যতা রোধ করে। এর বেশি ব্যবহার ও সরবরাহের ঘাটতি লেবুর দাম আকাশচুম্বী করেছে।

এ নিয়ে হিমানশু নামে এক ক্রেতা বলেন, প্রায় সব সবজির দাম বেড়েছে। তবে এটি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। একজন মধ্যবিত্ত গ্রাহকের পক্ষে এত দামি সবজি কেনা কঠিন। আমরা আগে যেভাবে লেবু কিনতাম, এখন সেভাবে বেশি পরিমাণে লেবু কিনতে পারছি না।’

এদিকে হঠাৎ ক্রেতারা কম পরিমাণে লেবু কিনতে বাধ্য হওয়ায় এর প্রভাব ব্যবসায়ীদের ওপরও পড়েছে। তাই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ওপর।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি