হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে গুলিতে বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি 

ভারতে যখন চলছে ১৮তম লোকসভা নির্বাচন, তখনই জম্মু-কাশ্মীরে আলাদা দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ মে) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। একই দিন আরেকটি হামলায় স্থানীয় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

দুটি ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনা দুটি এমন এক সময়ে ঘটল, যখন অনন্তনাগ-রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। 

জানা যায়, শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পহেলগাঁওয়ের কাছে। ওই এলাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যে পড়ে। সেখানে পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। 

পুলিশ জানিয়েছে, অনন্তনাগের ইয়ান্নার এলাকায় রাজস্থানের জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতিকে গুলি করে জঙ্গিরা। তাদের নাম তাবরিজ ও ফারহা। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। জায়গাটি ঘেরাও করে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। 

পুলিশ আরও জানিয়েছে, অন্য ঘটনাটি ঘটেছে শোপিয়ানের হুরপোরা এলাকায়। জঙ্গিদের গুলিতে মারা গেছেন শেখ আজাজ আহমেদ নামে একজন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আজাজ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। 

উল্লেখ্য, এর আগে গত ৫ মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চেতে বিমান সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল এক জওয়ানের। গুরুতর জখম হয়েছিলেন বিমান সেনার চার জওয়ান।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি