হোম > বিশ্ব > ভারত

সেপ্টেম্বরে ১৪৫ পাকিস্তানিকে ৫ বছর মেয়াদি ভিসা দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্ত। ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।

এ ধরনের দীর্ঘমেয়াদি ভিসা সাধারণত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রদান করা হয়, যাঁরা মূলত স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি হিন্দু। তবে প্রতিবেশী এই তিন দেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান—পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার যোগ্য।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই মাসে ভারতের কারাগারে বন্দী ৩৬৬ জন পাকিস্তানি এবং ৮৬ জন মৎস্যজীবীর একটি তালিকা পাকিস্তানের কাঠে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় পাকিস্তানি বন্দী এবং পাঁচ জেলেকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন, স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর একটি হলো, আবেদনকারীকে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত ১১ বছর ভারতে থাকতে হবে, যার মধ্যে শেষ ১২ মাস ধারাবাহিকভাবে ভারতে থাকা আবশ্যক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘সীমান্ত লোক সংগঠনের’ মতে, গত ছয় মাসে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেছেন।

এদিকে, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত চলাচল করা ‘থর এক্সপ্রেস’ পুনরায় চালুর দাবি করেছে ‘সীমান্ত লোক সংগঠন।’ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০-অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান ট্রেনটি বন্ধ করে দেয়।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন