Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

কুম্ভমেলা থেকে ফেরার সময় জিপ উল্টে ৫ নেপালি নিহত

অনলাইন ডেস্ক    

কুম্ভমেলা থেকে ফেরার সময় জিপ উল্টে ৫ নেপালি নিহত
প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্টানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পাঁচবার ডিগবাজি খায়।

গতকাল শনিবার রাতে বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসের চার লেনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ জন নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক মোটরসাইকেল চালক কসরত দেখাচ্ছিলেন। সেই স্টান্টবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পাঁচবার ডিগবাজি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলে মৃত্য়ু হয়। বাকি চারজন গুরুতর জখম অবস্থায় শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরো দুমরে-মুচড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে গুড়োগুড়ো হয়ে গেছে। শুধু তাই নয়, একটি চাকা ভেঙে গাড়ির ভেতরে ঢুকে গেছে। ওই সময় বাইপাসের রাস্তায় কয়েকজন বাইকার স্টান্ট দেখাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত দ্রুত গতির গাড়িটি ওই মোটরবাইকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা মারেন।

পুলিশ বলছে, গাড়িতে থাকা এয়ারব্যাগ সময়মতো না খোলায় দুর্ঘটনার প্রভাব আরও গুরুতর হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে থাকা সকলের নাম-পরিচয় জানা গেছে। নেপালের নাগরিকদের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

অন্ধ্র প্রদেশে তৃতীয় সন্তান নিলে ৫০ হাজার রুপি, ছেলে হলে দেওয়া হবে গরুও

গঙ্গার পচা-নোংরা জলে কে স্নান করবে, প্রশ্ন রাজ ঠাকরের

রাশিয়ার টি-৭২ ট্যাংকের ইঞ্জিন কিনছে ভারত, ব্যয় ২১০০ কোটি রুপি

বাংলাদেশি পর্যটক ছাড়া প্রথম রমজান কলকাতার মিনি বাংলায়, বিক্রি নেমেছে অর্ধেকে

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বাংলাদেশও ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা