হোম > বিশ্ব > ভারত

পরীক্ষার খাতায় ‘খেলা হবে’ লিখলেই শাস্তি 

ভারতের পশ্চিমবঙ্গে চলছে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে এর জন্য শাস্তি পেতে হবে বলে সতর্ক করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এর আগের মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এই স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে ‘খেলা হবে’ স্লোগানটি ব্যবহার করে, যা পরে ব্যাপক জনপ্রিয়তা পায়। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এ ধরনের উত্তরপত্র মূল্যায়ন না করতে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে (যারা এ ধরনের বিষয় লিখবে তাদের বিরুদ্ধে)। কাউন্সিল কর্তৃক গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি শাস্তির পরিমাণ নির্ধারণ করবে। 

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা গত ২ এপ্রিল শুরু হয়েছে। এটি ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। 

এদিকে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনি পিটিআইকে বলেন, কোনো ক্ষমতাসীন দলের উচিত নয় শিক্ষা খাত নিয়ে রাজনীতি করা।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি