Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

শহরে জলাবদ্ধতা, স্ট্রেচারে করে হাসপাতাল ছাড়লেন মেডিকেল কলেজের অধ্যক্ষ

অনলাইন ডেস্ক

শহরে জলাবদ্ধতা, স্ট্রেচারে করে হাসপাতাল ছাড়লেন মেডিকেল কলেজের অধ্যক্ষ

তিনি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত প্রিন্সিপাল বসে আছেন একটি স্ট্রেচারে। চারজন লোক তাঁকে টেনে নিয়ে যাচ্ছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এভাবেই পানিতে ডুবে থাকা রাস্তা পার হতে দেখা গেছে সেই প্রিন্সিপালকে। তবে তিনি রুমাল দিয়ে কেন মুখ ঢেকে রেখেছিলেন তা স্পষ্ট নয়! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজ্যের শাহজাহানপুরে। যেখানে ভারী বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

তবে এই ভিডিওর নিন্দা করেছেন খোদ কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার। তাঁর দাবি, ঘটনাটি এমন নয়। রাজেশ কুমার বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেটিতে আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ভিডিওটির নিন্দা করছি। শাহজাহানপুর প্লাবিত হয়েছে। এমনকি আমাদের কলেজ প্লাবিত হয়েছে। প্রায় ৩০০ রোগী, কর্মরত স্টাফ এবং অন্যরা এখানে আটকা পড়েছে। আমরা সব রোগীকে সরিয়ে নিয়েছি, অ্যাম্বুলেন্স, বাস ব্যবহার করে।’

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ‘পানি উদ্বেগজনকভাবে বেড়েছে। আমি চেষ্টা করেছি যদি আমি একটি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারি। আমার পায়ে চোট রয়েছে এবং ডায়াবেটিসের রোগী। এ কারণে হাঁটতে পারছি না। আমি আমার কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং তাঁরা বলেছেন ব্যবস্থা নেবেন। আমাকে মেডিকেল কলেজ থেকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে।’

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র