হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে পারেন সানিয়া মির্জা 

কলকাতা সংবাদদাতা 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ময়দানে দেখা যেতে পারে টেনিস তারকা সানিয়া মির্জাকে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচনে অংশ নিতে পারেন সানিয়া মির্জা এমন খবর ভাসছে। 

গতকাল বুধবার চার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। গোয়া, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে দলটি। এই আবহের মধ্যেই জল্পনা শুরু হয়েছে, সানিয়া মির্জাকে লোকসভা নির্বাচনের টিকিট দেবে কংগ্রেস। হায়দরাবাদের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাবা হচ্ছে তাঁর নাম। 

গতকাল রাতে তেলেঙ্গানার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। তবে সেই তালিকায় নেই হায়দরাবাদ শহরের নাম। কংগ্রেসের দলীয় সূত্রে খবর, নেতৃত্বের কাছে সানিয়ার নাম প্রস্তাব করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন। প্রাক্তন এই অধিনায়কের সঙ্গে সানিয়ার ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। 

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত মোহাম্মদ আজহারউদ্দিন। গত বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। তবে সেখানে কংগ্রেস সরকার গড়লেও জিততে পারেননি আজহারউদ্দিন। এই অবস্থায় ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হায়দরাবাদে বাজিমাত করা যায় কি না, সে নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে কংগ্রেস। 

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি রয়েছে ওয়াইসিদের দখলে। বর্তমানে সেখানকার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এরই মধ্যে ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি আর বিআরএস।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন