হোম > বিশ্ব > ভারত

মণিপুরে কারফিউ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে। আর সেই সহিংসতা কমিয়ে আনতে রাজ্যের দুটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার মণিপুরের জিরিবাম জেলাসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে জাতিগত সহিংসতা শুরু হয়। এতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় মণিপুরের রাজধানী ইমফলের দুই জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে।

পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে এই কারফিউ বলবৎ হবে। মূলত, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই এই কারফিউ জারি করা হয়েছে।

পশ্চিম ইমফল জেলার প্রশাসন প্রয়োজনীয় জরুরি পরিষেবা এবং গণমাধ্যমকে অব্যাহতি দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ বাসভবনের বাইরে চলাচল না করতে নির্দেশ দিয়েছে। পূর্ব ইমফল জেলাও প্রায় একই ধরনের নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত হয়েছে। থাউবালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইউক্রেনের

পশ্চিমবঙ্গে ওয়াক্ফ আইন সংশোধনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, নিহত ৩

পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াক্ফ আইন কার্যকর করা হবে না: মমতা

ভারত ও নেপালে দুই দিনে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

কঙ্গনা রনৌত বিদ্যুৎ বিল দেন না, হিমাচলের মন্ত্রীর অভিযোগ

প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের গল্প, অস্ত্রোপচার করে শরীরে গুলি প্রবেশ করান নারী

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

দিল্লিতে বাংলাদেশি পাঁচ ট্রান্সজেন্ডার গ্রেপ্তার: কী বলছে পুলিশ

চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু মোদিজির কোনো কলঙ্ক নেই: কঙ্গনা রনৌত

চীনকে ঠেকাতে তিব্বতিদের শিক্ষা ঢেলে সাজাচ্ছে ভারত