Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আসামে ১৭ বাংলাদেশিসহ ২৭ বিদেশি আটক

কলকাতা প্রতিনিধি

আসামে ১৭ বাংলাদেশিসহ ২৭ বিদেশি আটক

ভিসা আইন ভাঙার অভিযোগে ভারতের আসাম রাজ্যে গত এক মাসে ২৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাকিদের মধ্যে ৩ জন সুইডিশ এবং ৭ জার্মান নাগরিক। রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সাংবাদিকদের জানিয়েছেন, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে তাঁরা ধর্মীয় সভা সমিতিতে অংশ নেন। তবে তাঁরা কেউ ধর্মান্তরকরণে অংশ নিয়েছিলেন কি না সে বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে আসামে মাদ্রাসার কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় সভা সমিতিতেও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া, গত সপ্তাহের বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলা থেকে ৩ সুইডিশ নাগরিককে খ্রিষ্টান মিশনারিজের অনুষ্ঠানে যোগদানের অভিযোগে আটক করা হয়। পরে তাঁদের দেশে ফেরত পাঠায় আসাম সরকার। 

অপরদিকে, গত সপ্তাহের বৃহস্পতিবার গোলাঘাট জেলায় খ্রিষ্টান ধর্ম প্রচারের এক অনুষ্ঠানে যোগদানের অভিযোগ ৭ জার্মান নাগরিককে আটক করে তাঁদের আসাম ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনায় ভারতের ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দা মুকুট ভদ্রকেও আটক করেছে পুলিশ। 

এই বিষয়ে আসাম পুলিশের বিশেষ মহাপরিচালক (দুর্নীতি দমন শাখা) জ্ঞানেন্দ্র প্রতাপ জানান, ধৃতদের প্রত্যেককে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। কারণ তাঁরা মিশনারি ভিসা না নিয়ে পর্যটন ভিসা নিয়ে ভারতে ঢুকে ধর্মীয় প্রচারে অংশ নেন। তবে বাংলাদেশিদের বিষয়ে তিনি বিশদ কিছু জানাননি। 

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু