হোম > বিশ্ব > ভারত

ভ্যাকসিন সরবরাহে বিলম্বে সেরামকে অ্যাস্ট্রাজেনেকার আইনি নোটিশ

সরবরাহ বিলম্বিত হওয়ায় সেরাম ইনস্টিটিউটকে আইনি নোটিশ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকিসন উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেশ কয়েকটি দেশ এ ভ্যাকসিনের সরবরাহে সেরামের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা পূরণের আগে রপ্তানিতে বাধা দিয়ে আসছে।

দেশকে প্রাধান্য দিয়ে তবেই বিদেশে টিকা পাঠানোর পরিকল্পনা করেছে সেরামও। এ নিয়েই গতকাল বুধবার নোটিশ পাঠায় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেরামের প্রধান আদর পুনেওয়ালা বলেছেন, ‘ভারত সরকার এই আইনি নোটিশের বিষয়ে বিস্তারিত জানে। এটি গোপন একটি নোটিশ, এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে সরকারের সাহায্যে আইনি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই অন্য দেশে সরবরাহে দেরি হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

পুনেওয়ালা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিশ্বের এই ভ্যাকসিন প্রয়োজন। তবে আমরা ভারতের চাহিদাকে প্রধান্য দিচ্ছি। আমরা কিন্তু ভারতের চাহিদাই পূরণ করতে পারছি না। প্রত্যেকটি ভারতীয়র এই ভ্যাকসিন প্রয়োজন। 

সেরামের প্রধান জানিয়েছেন, প্রতি মাসে ৬ থেকে ৬ কোটি ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করতে পারে সেরাম। এখন পর্যন্ত কোম্পানিটি  ১০ কোটি টিকা ভারতকে সরবরাহ করেছে।  আর ৬ কোটি ডোজ বিদেশে রপ্তানি করেছে। ।

সেরামের পক্ষ থেকে বলা হচ্ছে , জুনের মধ্যে উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদের আরও ৩ হাজার কোটি রুপি প্রয়োজন।

এদিকে মজুদ থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে অভিযোগ জানিয়েছে ভারতের বেশ কিছু রাজ্য। গতকাল বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, তার রাজ্যে ভ্যাকসিন প্রয়োগে ঘাটতি তৈরি হতে পারে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি