হোম > বিশ্ব > ভারত

গৃহপরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বৃদ্ধের ‘হার্ট অ্যাটাক’, পলিথিনে প্যাঁচানো মরদেহ উদ্ধার 

গৃহপরিচারিকার সঙ্গে সংগমরত অবস্থায় বালাসুব্রামানিয়াম নামে ৬৭ বছরের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়। সেই অবস্থায়ই মারা যান তিনি। পরে মৃত্যুর সঙ্গে পুলিশ তাঁর সম্পর্ক খুঁজে পেতে পারে এই ভয়ে ওই নারী তাঁর ভাই এবং স্বামীর সহায়তায় বালার মরদেহ গুম করে ফেলেন। ঘটনা ভারতের বেঙ্গালুরুর জেপি নগরের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ জানিয়েছে বালাসুব্রামানিয়ামের মৃত্যুর পর নিজের স্বামী এবং ভাইকে ডাকেন ওই নারী। পরে তাঁরা তিনজন মিলে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেন বালার মরদেহকে। এবং এরপর মরদেহ জেপি নগরের একটি জনশূন্য জায়গায় ফেলে আসেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির কল রেকর্ড ঘেঁটে জানা গেছে, ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই নারীর বাড়িতে যাতায়াত করেছেন। বালাসুব্রামানিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাঁর এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন তিনি তাঁর ব্যক্তিগত কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যান।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে—‘জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার বাড়িতেই বালার মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য তাঁর স্বামী এবং ভাইকে ডাকেন। তাঁরা পৌঁছানোর পর একটি প্লাস্টিকের প্যাকেজে মৃতদেহটি মুড়ে ফেলে দেয় একটি জনবিচ্ছিন্ন এলাকায়।’

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি