Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

গৃহপরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বৃদ্ধের ‘হার্ট অ্যাটাক’, পলিথিনে প্যাঁচানো মরদেহ উদ্ধার 

অনলাইন ডেস্ক

গৃহপরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বৃদ্ধের ‘হার্ট অ্যাটাক’, পলিথিনে প্যাঁচানো মরদেহ উদ্ধার 

গৃহপরিচারিকার সঙ্গে সংগমরত অবস্থায় বালাসুব্রামানিয়াম নামে ৬৭ বছরের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়। সেই অবস্থায়ই মারা যান তিনি। পরে মৃত্যুর সঙ্গে পুলিশ তাঁর সম্পর্ক খুঁজে পেতে পারে এই ভয়ে ওই নারী তাঁর ভাই এবং স্বামীর সহায়তায় বালার মরদেহ গুম করে ফেলেন। ঘটনা ভারতের বেঙ্গালুরুর জেপি নগরের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ জানিয়েছে বালাসুব্রামানিয়ামের মৃত্যুর পর নিজের স্বামী এবং ভাইকে ডাকেন ওই নারী। পরে তাঁরা তিনজন মিলে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেন বালার মরদেহকে। এবং এরপর মরদেহ জেপি নগরের একটি জনশূন্য জায়গায় ফেলে আসেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির কল রেকর্ড ঘেঁটে জানা গেছে, ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই নারীর বাড়িতে যাতায়াত করেছেন। বালাসুব্রামানিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাঁর এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন তিনি তাঁর ব্যক্তিগত কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যান।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে—‘জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার বাড়িতেই বালার মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য তাঁর স্বামী এবং ভাইকে ডাকেন। তাঁরা পৌঁছানোর পর একটি প্লাস্টিকের প্যাকেজে মৃতদেহটি মুড়ে ফেলে দেয় একটি জনবিচ্ছিন্ন এলাকায়।’

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র