হোম > বিশ্ব > ভারত

এ বছর ভারতে কোয়াডের বৈঠক অনিশ্চিত, তবু কার্যকর জোটের আশা মার্কিন দূতের 

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারতে কোনো বৈঠকে বসতে পারবেন না চার দেশের আঞ্চলিক জোট কোয়াডের নেতারা। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এর অর্থ হলো, এ বছর ভারতে জোটের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক প্রকার অনিশ্চিত। তবে তিনি বলেছেন, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই কোয়াড জোট আরও বেশি ফলপ্রসূ হয়ে উঠবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের জয়পুরে একটি সাহিত্য সম্মেলনে এরিক গারসেটি কোয়াড জোটভুক্ত অস্ট্রেলিয়া ও জাপানের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ কথা বলেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ের গঠিত হয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট কোয়াড।

এরিক গারসেটি জানান, চলতি বছরে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে ভারত সফর করা খুবই কঠিন হবে। এর আগে, ভারত দেশটির প্রজাতন্ত্র দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল বাইডেনকে। কিন্তু বাইডেন সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন।

ভারতে কোয়াড জোটের সম্ভাব্য বৈঠকের ব্যাপারে এরিক গারসেটির কাছে জানতে চান সম্মেলনে উপস্থিত দ্য হিন্দুর প্রতিনিধি। জবাবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, তাঁরা অবশ্যই বৈঠকে বসবেন। তবে এটি কেবল (মার্কিন প্রেসিডেন্ট) নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। উল্লেখ, চলতি বছরের নভেম্বরের শুরুর দিকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে।

এরিক গারসেটি আরও বলেন, ২০২৩ সালে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফর, জি-২০ সম্মেলনের জন্য প্রেসিডেন্ট বাইডেনের ভারত সফর। মার্কিন মন্ত্রীদের জন্য ভারত এখন অন্যতম প্রধান গন্তব্য। এ সময় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চারবার ভারত সফর করেছেন।

এ সময় ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমাদের পারস্পরিক স্বার্থগুলো এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরও সময় দরকার এবং এই বিষয়টি বছর শেষে আমাদের আরও কার্যকর ফলাফল দেবে।’

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

সেকশন