Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

সিকিমের ৩২ আসনের বিধানসভায় ৩১টি পেল এসকেএম, অরুণাচল বিজেপির 

অনলাইন ডেস্ক

সিকিমের ৩২ আসনের বিধানসভায় ৩১টি পেল এসকেএম, অরুণাচল বিজেপির 

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হয়েছিল দুই রাজ্য অরুণাচল ও সিকিমে। অরুণাচলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। আর সিকিমের স্থানীয় দল সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম) ৩২ আসনের বিধানসভায় জিতেছে ৩১টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সিকিমে এর আগের সরকারও ছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার। দলটি এবার বরং আগের চেয়েও বেশি আসন নিয়ে বিধানসভার একমাত্র দলে পরিণত হয়েছে। বিপরীতে সিকিম ডেমোক্রেটিক ফোরাম (এসডিএফ) জিতেছে মাত্র একটি আসন। এই নির্বাচনে আর কোনো দল একটি আসনও জেতেনি। এসকেএমের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রতিদ্বন্দ্বী এসডিএফের সোমনাথ পদুয়ালকে ৭ হাজার ৪৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রেম সিং তামাং রাজধানী গ্যাংটকে বলেন, ‘বিরোধীরা যেটা ২৫ বছরে করতে পারেনি, আমরা তা পাঁচ বছরে করে দেখিয়েছি। আর জনগণ তার ভিত্তিতেই ভোট দিয়েছে।’ 

কিম বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী ও এসডিএফের প্রধান পবন কুমার চামলিং পরাজিত হয়েছেন। দলটির একমাত্র বিজয়ী প্রার্থী ভোজ রাজ রায়।

এদিকে, অরুণাচল বিধানসভা নির্বাচনে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪৬ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। এই নির্বাচনে জাতীয় পর্যায়ে বিজেপির মূল বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন। 

অরুণাচল বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের বাইরে ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন,তিনটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

উত্তরাখন্ডে বন সংরক্ষণের তহবিলে কেনা হয়েছে আইফোন–আসবাব

বিজেপি-আরএসএস ১৯৬০-এর দশক থেকেই মার্কিন অর্থ পাচ্ছে: কংগ্রেসের পাল্টা অভিযোগ

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আহ্বানের জবাবে ‘সন্ত্রাসবাদ জুজু’ দেখাল ভারত

কোটি টাকার হেরোইনসহ আটক ভারতীয় ‘লেডি ডন’ জোয়া খান

ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল, মুখ খুলল ভারত সরকার