হোম > বিশ্ব > ভারত

জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

অনলাইন ডেস্ক

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। যদিও নির্বাচনের মাঝামাঝি অবস্থায়ই তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই জামিনেরই মেয়াদ বাড়ানোর আবেদন এবার খারিজ হয়ে গেছে। 

এর আগে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে। 

এবার জেলে ফিরে যাওয়ার আগে অনেকেই ভেবেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে স্ত্রী কিংবা দলের অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল। তবে তেমন কিছুই হয়নি। আম আদমি পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, আগের মতো জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা। 

তবে প্রশ্ন উঠেছে—জেলে যেহেতু মন্ত্রিসভার কোনো বৈঠক করা সম্ভব নয়, তাহলে জেলের ভেতর থেকে কীভাবে সরকার চালাবেন কেজরিওয়াল। আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে কীভাবে করবেন? 

ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন