হোম > বিশ্ব > ভারত

বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে নেওয়া হলো ভারতে 

অনলাইন ডেস্ক

ভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে। 

গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা। 

ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হেল আরপিএ, পি৮ আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে। 

সেই থেকে ৩৫ জলদস্যু আইএনএস কলকাতায় ছিল। অভিযানের পরপরই জলদস্যুদের ভারতীয় আইনে বিচারের কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তাদের মুম্বাইয়ে নেওয়া হয় আইএনএস কলকাতায় করেই। এ বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘ধরা পড়া ৩৫ জলদস্যুসহ আইএনএস কলকাতা মুম্বাইয়ে ফিরেছে ২৩ মার্চ।’ 

উল্লেখ্য, গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন