ভারতে আবারও দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৮৪৬ জনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
নতুন করে মারা যাওয়া ২৪ জনের মধ্যে কেরালার ৯ জন, মহারাষ্ট্রের ৬ জন, দিল্লির ৫ জন এবং পশ্চিমবঙ্গের ৩ জন। এ নিয়ে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ২২৩ জনে। এর মধ্যে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে করোনাভাইরাস সংক্রমণের মারা যাওয়া লোকের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ২১ হাজার ২২৫ জন।
এদিকে, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলেই আদায় করা হচ্ছে ৫০০ রুপি জরিমানা।
ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরাতেও সংক্রমণ আবারও শুরু হয়েছে।
এই অবস্থায় বিশেষজ্ঞরা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চালার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সঙ্গে সব নাগরিককে টিকার আওতায় আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে এ পর্যন্ত ১৯১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৪ কোটিরও বেশি নাগরিক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ পেয়েছেন।