Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিক্ষোভের মুখে পাঞ্জাব থেকে দিল্লিতে ফিরে গেলেন মোদি

কলকাতা প্রতিনিধি

বিক্ষোভের মুখে পাঞ্জাব থেকে দিল্লিতে ফিরে গেলেন মোদি

পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান। 

আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন। 

বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’ 

পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা। 

টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি