হোম > বিশ্ব > ভারত

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী

অনলাইন ডেস্ক

এভাবেই জেব্রা ক্রসিংয়ে নাচতে নাচতে রিল ভিডিও বানাচ্ছিলেন কনস্টেবল অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের চণ্ডীগড়ে জেব্রা ক্রসিংয়ে নাচতে নাচতে রিল ভিডিও বানানোর সময় তীব্র যানজট সৃষ্টি করেছিলেন এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্ত্রীর এই কাণ্ডের জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন চণ্ডীগড় পুলিশের সিনিয়র কনস্টেবল অজয় কুন্ডু। গত ২০ মার্চ সেক্টর-২০ গুরুদ্বারা চৌকে ঘটনাটি ঘটে। পুলিশ তদন্তের পর জানিয়েছে, ভিডিওটি অজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সেক্টর-২০ গুরুদ্বারা চৌকের জেব্রা ক্রসিংয়ে জনপ্রিয় হরিয়ানি গানের তালে নাচছিলেন অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। সেক্টর ৩২-এর একটি মন্দিরে পূজা শেষে তিনি তাঁর ননদ পূজার সহায়তায় এই রিল ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় নাচের কারণে যানজট সৃষ্টি হলেও জ্যোতি ছিলেন সম্পূর্ণ উদাসীন। আপলোডের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেড কনস্টেবল জসবীর সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। চণ্ডীগড় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে। এএসআই বালজিৎ সিংয়ের নেতৃত্বে একটি দল সেক্টর ২০ গুরুদ্বারা চৌক ও সেক্টর ১৭ থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তদন্তে যানজট ও জননিরাপত্তার ঝুঁকির প্রমাণ পাওয়ায় জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারা ১২৫, ২৯২ ও ৩(৫) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি অজয় কুন্ডুর ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়ায় তাঁকে সেক্টর-১৯ থানা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জ্যোতি ও পূজাকে জামিন দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “স্ত্রীর কাজের জন্য স্বামীকে বরখাস্ত করা ঠিক নয়, এটা শুধু মজার জন্য ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “রিল বানানোর এই নেশা কবে বন্ধ হবে? মানুষের কাজে মনোযোগ দেওয়া উচিত।”

আরও খবর পড়ুন:

২৭ বছর পর সিপিএমের কংগ্রেসে ভোটাভুটি, কেরালার হাতেই দলের রাশ

ওডিশায় ৭০ বাংলাদেশিসহ উল্টে গেল বাস, নিহত ১

ভারতে ওয়াক্‌ফ আইন সংশোধনে মুসলিমদের বিরোধিতা কেন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত