হোম > বিশ্ব > ভারত

ভারতের মিজোরামে রেল সেতু ধসে অন্তত ১৭ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছে। রাজ্যের রাজধানী আইজওয়াল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

 মিয়ানমারের সীমান্তবর্তী মিজোরামের সাইরাং শহরের সঙ্গে ভারতের বাকি অংশকে যুক্ত করতে দু্ই বছর আগে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। 
ধসের ঘটনায় উদ্ধার অভিযান চলছে জানিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাং এক টুইট বার্তায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ধসের ঘটনায় উদ্ধারকর্মীরা যাওয়ার আগেই আশপাশের মানুষ এগিয়ে আসেন। মুখ্যমন্ত্রী তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
(টুইট এমবেড)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 
টুইট বার্তায় তিনি দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান। 

পুলিশে উদ্ধৃত করে বিবিসি বলছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ৪০ জনের বেশি শ্রমিক ছিল।

ভারতের পরিবহন পরিকাঠামো নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। সেতু ও সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের মরবিতে ঔপনিবেশিক যুগের একটি সেতু গত বছরের অক্টোবরে ভেঙে পড়ে। তখন অন্তত ১৩২ জন নিহত হয়।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন