হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে মধ্যরাতে আছড়ে পড়বে সাইক্লোন রিমাল, কলকাতা বিমানবন্দর ২১ ঘণ্টা বন্ধ 

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের সমুদ্রতীরবর্তী এবং আশপাশের অঞ্চলসহ পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যগুলো দিয়েছে।

বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে রোববার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আজ রোববার মধ্যরাতে আছড়ে পড়বে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ১ দশমিক ৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আইএমডি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার উপকূলীয় জেলাগুলোতে রোববার ও সোমবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। প্রাক্‌বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড়।

আজ রোববার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ, ২১ ঘণ্টা বন্ধ থাকবে অপারেশন।

ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষও তাই ১২ ঘণ্টার জন্য অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে।

সোমবার সকাল পর্যন্ত জেলেদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ত্রিপুরা ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সাইক্লোন রিমাল আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আইএমডি আজ ২৬ মে থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।

আবহাওয়া অফিস রোববার এবং সোমবার উত্তর ওডিশায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও সোমবার ও মঙ্গলবার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

আইএমডির জারি করা সতর্কতা ২৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনে এই সতর্কতার মেয়াদ বাড়ানো হতে পারে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন