হোম > বিশ্ব > ভারত

জন্মদিনে রেস্তোরাঁকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত তরুণ

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লিতে নিজের জন্মদিন পালনে বন্ধুদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন যতীন নামে ২৩ বছরের এক তরুণ। কিন্তু সেই আনন্দোৎসব শিগগিরই পরিণত হয়ে বিষাদে। কারণ, রেস্তোরাঁর এক কর্মীর ছুরিকাঘাতে নিহত হন তিনি। পরে পুলিশ ওই রেস্তোরাঁ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির শহরতলির পিতমপুরা এলাকায় গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং রেস্তোরাঁর মালিকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 
 
পুলিশ বলেছে, যতীন ও তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত। সেই ঘটনার সূত্র ধরে রেস্তোরাঁটির এক কর্মী যতীনের বুকে ছুরিকাঘাত করে। এ সময় যতীনকে বাঁচাতে গিয়ে তাঁর দুই বন্ধু বারাদ ও প্রাসনও আহত হয়। 

পুলিশ আরও জানিয়েছে, তারা গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিএম হাসপাতাল থেকে একটি জরুরি ফোনকল পান। তাদের জানানো হয়, সেই হাসপাতালে বুকে তিনটি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে একজন ভর্তি হয়েছেন। কল পাওয়ার পরপরই মঙ্গলপুরি পুলিশ স্টেশনের এসিপির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, এটি খুবই সাদামাটা একটি দুর্ঘটনা। কিন্তু পরে জানা যায়, এটি আসলে ঝগড়ার ফলাফল। 

এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষীদের জবানবন্দিও নেওয়া হবে শিগগির।

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

সেকশন