Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আসামে ২৪ ঘণ্টায় ২২ রোহিঙ্গা আটক

প্রতিনিধি, কলকাতা

আসামে ২৪ ঘণ্টায় ২২ রোহিঙ্গা আটক

ভারতের আসাম রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২২ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সাতটি শিশু রয়েছে। প্রত্যেকের কাছেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারে ভুয়া কার্ড ছিল বলে জানিয়েছে আসাম পুলিশ।

সর্বশেষ আজ রোববার সকালে আসামের রাজধানী গুয়াহাটি রেল স্টেশন থেকে নয়জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। আগরতলা-দেওঘর স্পেশাল ট্রেন থেকে তাঁদের আটক করা হয়।

গুয়াহাটি রেল পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের সঙ্গে একজন ভারতীয়ও ছিলেন। তাঁর নাম আমন উল্লাহ। বাড়ি জম্মুতে। তাঁকেও আটক করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার আসামের বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার বদরপুর রেলস্টেশন থেকে ৬ শিশু ও ৩ নারীসহ ১৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁরা ট্রেনে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাচ্ছিলেন।

জিআরপি সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের আলিগড় থেকে আটক রোহিঙ্গারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। বাংলাদেশ থেকেই তাঁরা কাজের সন্ধানে আলিগড় গিয়েছিলেন।

এর আগেও ভারতে রোহিঙ্গা আটকের একাধিক ঘটনা রয়েছে। করিমগঞ্জেই গত ডিসেম্বরে ১৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আসাম ও ত্রিপুরার জেলে বন্দী রয়েছেন বহু রোহিঙ্গা শরণার্থী।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জাতীয় সংসদে বলেছেন, ‘রোহিঙ্গাসহ সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীদের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হিসেবেই ধরা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা