গর্ভধারণে অক্ষম নারীর সন্তান জন্মদানে সক্ষম করে তুলতে এক বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় নারীদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার জন্য দুই কিস্তিতে মোট ৩ লাখ রুপি দেবে সিকিম সরকার।
ভারতের চীন সীমান্তবর্তী ছোট্ট রাজ্য সিকিমে গর্ভধারণে অক্ষম নারীদের চিকিৎসার জন্য এই প্রকল্প ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পি এস তামাং। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বাৎসল্য প্রকল্প’।
মুখ্যমন্ত্রীর মতে, সিকিমে নারীদের বন্ধ্যত্ব বাড়ছে। এই বন্ধ্যত্ব থেকে নিস্তার পেতে আইভিএফ চিকিৎসা জরুরি। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই তাদের জন্যই নিয়ে আসা হয়েছে প্রকল্পটি।
ভরাতের এই ছোট্ট রাজ্যের নাগরিকদের জন্য সরকারের অনুদানমূলক প্রকল্পের অভাব নেই। সিকিমের প্রতিটি বাড়িতে গ্যাসের সংযোগ রয়েছে। রাস্তায় কোথাও ভিক্ষুক নেই। পড়াশোনার খরচও বহন করে সরকার। কৃষিকাজে ব্যবহৃত হয় কেবল জৈব সার। এবার বন্ধ্যত্ব নিরসনে সরকারি আর্থিক সহায়তা ঘোষণা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করল রাজ্য সরকার।
উল্লেখ্য, জনসংখ্যা বাড়াতে ভারতের আরেক রাজ্য মিজোরামও দুটির বেশি সন্তান গ্রহণ করলে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে।