অনলাইন ডেস্ক
ঢাকা: করোনা ভ্যাকসিন কেনার ভার রাজ্যসরকারগুলোর ওপর ছেড়ে দিয়েছে ভারতের বিজেপি সরকার। সেই মোতাবেক মার্কিন কোম্পানি ফাইজার এবং মডার্নার কাছ থেকে ভ্যাকসিন কিনতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ওই দুই কোম্পানি কোনো রাজ্যের কাছে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। আর এ নিয়ে কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ ঝেড়েছেন কেজরিওয়াল।
আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেন, কেন ভারত ভ্যাকসিন কিনছে না? আমরা এটি রাজ্যের ওপর ছেড়ে দিতে পারি না। আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি। যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে তখন কি কেন্দ্র রাজ্যের ওপর প্রতিরক্ষার দায়িত্ব ছেড়ে দেবে? তখন কী উত্তর প্রদেশকে নিজেদের ট্যাংক কিনতে হবে কিংবা দিল্লিকে নিজেদের বন্দুক কিনতে হবে?
দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য দেশ থেকে কমপক্ষে ছয় মাস পর ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ভারত। আমাদের ভ্যাকসিন উৎপাদন এবং মজুত করা দরকার ছিল। এমনটি করতে পারলে আমরা হয়তো করোনায় দ্বিতীয় ঢেউয়ে কিছু মৃত্যু ঠেকাতে পারতাম।
করোনার দ্বিতীয় ঢেউয়ে খাবি খাচ্ছে ভারত। গত ২৮ এপ্রিল থেকে ভারতে প্রতিদিনই তিন হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন। প্রথম ঢেউয়ে ভারতে সর্বোচ্চ মৃত্যু ছিল এক হাজার ২০০ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন তিন লাখ ১১ হাজার ৪২১ জন।