অনলাইন ডেস্ক
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ এবং সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস কাশ্মীর। গতকাল মঙ্গলবার দিল্লিতে পুলিশের কাছে গৌতম গম্ভীর এসংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে অভিযোগ দায়েরের পর গৌতম গম্ভীরের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা শ্বেতা চৌহান বলেন, ‘ই-মেইলের মাধ্যমে আইএসআইএস কাশ্মীর থেকে মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। তাঁর বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’