হোম > বিশ্ব > ভারত

লোকসভায় রাহুল গান্ধীই হতে যাচ্ছেন বিরোধী দলনেতা

অনলাইন ডেস্ক

ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হলো। মঙ্গলবার রাতে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার বিষয়ে কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার আপাত দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন ভেনুগোপাল। 

ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়। এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকা তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। 

এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি—দুটি আসন থেকেই তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি অনেক প্রতিকূলতার মধ্যেও এবার একক দল হিসেবে ৯৯টি আসন পেয়ে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান সুসংহত করেছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন