Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রবীণ নেতা শংকর রাও। তাঁকে ধরিয়ে দিতে ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল সরকার। এ ছাড়া ঘটনাস্থল থেকে একে–৪৭ ও ইনসাস রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দল অভিযান চালায়। বিনাগুন্ডা গ্রামের কাছে একটি বনে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুপুর ২টার দিকে লড়াই শুরু হয়। ডিআরজি–বিএসএফ যৌথ দল মাওবাদী নিধন অভিযান পরিচালনা করে। রাজ্যে মাওবাদী তৎপরতার প্রতিরোধে ২০০৮ সালে ডিআরজি প্রতিষ্ঠিত হয়। আর বিএসএফকে ওই এলাকায় বিদ্রোহ দমন অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

গত মাসে এই জেলায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় একজন মাওবাদীসহ দুজন নিহত হয়। একজন পুলিশ সদস্যও প্রাণ হারান। 

কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যৌথ টহল দল একটি বন ঘেরাও করলে নির্বিচারে গুলি চালানো হয়। তখন বন্দুকযুদ্ধ শুরু হয়।

গত বছরের নভেম্বরে ছত্তিশগড় রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট চলাকালে একই জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

১৬ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

আরজি করে দলবদ্ধ ধর্ষণের প্রমাণ নেই, সিবিআইয়ের প্রতিবেদন

মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

৩-৬ মাসের মধ্যে ভারত ‘ধ্বংস’ হয়ে যাবে যদি...: মার্কিন শুল্ক নিয়ে চিদাম্বরমের সতর্কবার্তা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারতীয় মার্কিনেরা: সমীক্ষা

বুক চেপে ধরা ও পায়জামার ফিতা ছিঁড়ে ফেলা ‘ধর্ষণচেষ্টা নয়’, ভারতের হাইকোর্টের ‘জঘন্য’ রায়

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা