
গরমে হাঁসফাঁস করছে ভারতের পূর্বাঞ্চল। পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলাতেই দাবদাহ চলছে। বৈশাখের ১২ তারিখেও বৃষ্টির দেখা নেই।
কলকাতায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মে মাসের ২-৩ তারিখ নাগাদ বৃষ্টি হতে পারে। রাজ্য সরকার এরই মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। স্কুল-কলেজের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। বহু জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
গরমে নাজেহাল সাধারণ মানুষ। বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। গরমে যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় গ্লুকোজের ব্যবস্থা করেছে। কলকাতাসহ গোটা রাজ্যে হৃদ্রোগে আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে। চাতক পাখির মতো মানুষ তাকিয়ে আছে আকাশের দিকে। কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই।